বাংলাদেশ, পাকিস্তান, মালয়েশিয়া, মিশর, নাইজেরিয়া, ইরান, ইন্দোনেশিয়া ও তুরস্ক- এই আটটি উন্নয়নশীল দেশের সমন্বয়ে আন্তর্জাতিক সংস্থা ডেভলপিং এইট (ডি ৮)-এর কাউন্সিলে বাণিজ্য সম্প্রসারণের উদ্দেশ্যে ৬ দফার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সভায় উল্লেখযোগ্য অর্জন, ভবিষ্যৎ বাণিজ্য ও বিনিয়োগ সম্ভাবনা সম্প্রসারণের লক্ষ্যে উল্লেখযোগ্য দিকসমূহ নিয়ে ‘ঢাকা ঘোষণা’ সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।
ডি-৮ এর সদস্য দেশসগুলোর মোট জনসংখ্যা ১২০ কোটি। বাংলাদেশ এই জোটের বর্তমান সভাপতি। বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটুর সভাপতিত্বে এ সভার ‘ঢাকা ঘোষণা’র সিদ্ধান্তগুলোর মধ্যে আন্তঃবাণিজ্য বৃদ্ধির বিষয়ে বেশি আলোকপাত করা হয়েছে।
ঢাকা ঘোষণার সিদ্ধান্তগুলোর মধ্যে রয়েছে, এর আগে অনুষ্ঠিত সুপারভাইজরি কমিটির সভাগুলোতে এবং প্রথম ও দ্বিতীয় ট্রেড মিনিস্টার্স কাউন্সিলের সভার সিদ্ধান্তসমূহের ধারাবাহিকতায় সদস্য দেশগুলোর মধ্যে বাণিজ্য সম্প্রসারণে সর্বাত্মক অঙ্গীকার করা। তাছাড়া সদস্য দেশগুলোর মধ্যে সম্পাদিত অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তির (ডি ৮ পিটিএ) কার্যকরভাবে বাস্তবায়ন এবং চুক্তির আওতায় বিদ্যমান কনসেশনাল অফার তালিকা সম্প্রসারণের সিদ্ধান্ত গৃহীত হয় এবং এ জন্য বেসরকারি খাতকে উৎসাহিতকরণে সদস্য দেশগুলোকে আহ্বান জানানো হয়।
এর পাশাপাশি সভায় ‘প্রোটোকল অন ডিসপিউট সেটেলেমেন্ট মেকানিজম অব দ্যা ‘ডি-৮ পিটিএ’ এবং ‘ডি-৮ ট্রেড ফ্যাসিলিটেশন স্ট্র্যাটেজি’ বিষয়ক দলিল গৃহীত হয় এবং ডি-৮ পিটিএ-এর সফল বাস্তবায়নের জন্য সদস্য দেশগুলোকে অনুরোধ জানানো হয় এবং ডি-৮ এর ২০২০-২০৩০ মেয়াদে দশকব্যাপী অঙ্গীকারগুলোর আলোকে সদস্য দেশগুলোর আন্তঃবাণিজ্য এ দেশসমূহের মোট বাণিজ্যের ১০ শতাংশে উন্নীত করার প্রত্যয় ঘোষণা করা হয়।
এছাড়া ডি-৮ পিটিএ বাস্তবায়নে সদস্য দেশগুলোর কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধির প্রয়োজনীয়তা গুরুত্বের সাথে বিবেচিত হয়। এই অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি বাস্তবায়নকারী দেশগুলোর ট্রেড নেগোসিয়েশন দক্ষতা উন্নয়ন, অর্থায়ন ও পারস্পারিক যোগাযোগ বৃদ্ধির লক্ষ্যে ডি-৮ সচিবালয়কে একটি সমীক্ষা করার জন্য দায়িত্ব দেয়া হয়। সদস্য রাস্ট্রগুলোর শুল্ক-অশুল্ক বাধা শনাক্তকরণ ও অপসারণের উদ্দেশ্যে একটি স্কোপিং অ্যাসেসমেন্ট পরিচালনার জন্য একটি কারিগরি ওয়ার্কিং গ্রুপ গঠনের সিদ্ধান্ত নেয়া হয়। কারিগরি কমিটি স্যানিটারি, ফাইটো-স্যানিটারি, ইমপোর্ট লাইসেন্সিংসহ সকল শুল্ক-অশুল্ক বাধাগুলোর জন্য একটি উপাত্ত ব্যাংক স্থাপনের আগ্রহ প্রকাশ করা হয়।
ট্রেড মিনিস্টার্স কাউন্সিলে ৭ম সুপারভাইজরি কমিটি ও ডি-৮ সচিবালয়ের প্রসংশনীয় কার্যক্রমে স্বীকৃতি দেয়াসহ এ সব কার্যক্রমকে অধিকতর গতিশীল করার জন্য আহ্বান জানানো হয়। এর আগে ডি-৮ এর সুপারভাইজরি কাউন্সিলের ৭ম সভা সোমবার (৪ মার্চ) অনুষ্ঠিত হয়।