
Samsung শিগগিরই কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সার্চ স্টার্টআপ Perplexity-তে বিনিয়োগ করতে চলেছে এবং এর অংশ হিসেবে প্রতিষ্ঠানটি তাদের ফোনে Perplexity-এর এআই প্রযুক্তি সংযুক্ত করার পরিকল্পনা করছে — এমনটাই জানিয়েছে ব্লুমবার্গ, নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাতে। প্রতিবেদনে বলা হয়েছে, স্যামসাং যদি Perplexity-র নতুন অর্থসংগ্রহ পর্বে প্রধান বিনিয়োগকারী হয়, তবে তাদের ফোনে Perplexity-এর অ্যাপ এবং এআই অ্যাসিস্ট্যান্ট (Perplexity AI) আগে থেকেই ইনস্টল করা থাকতে পারে। এছাড়া ফোনের ডিফল্ট ব্রাউজারে Perplexity-এর সার্চ ফিচার যুক্ত করার কথাও আলোচনা চলছে। স্যামসাং-এর নিজস্ব অ্যাসিস্ট্যান্ট Bixby-এর কিছু ফিচারেও Perplexity-এর এআই প্রযুক্তি ব্যবহার করার চিন্তা করছে কোম্পানিটি। ধারণা করা হচ্ছে, এই পার্টনারশিপটি চলতি বছরেই আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হতে পারে। তবে স্যামসাং ও Perplexity এখনো এ বিষয়ে কোনও মন্তব্য করেনি। Perplexity বর্তমানে ১৪ বিলিয়ন ডলার মূল্যমানের একটি কোম্পানি, এবং তারা ৫০০ মিলিয়ন ডলার অর্থ সংগ্রহের চেষ্টা করছে — এমন তথ্যও জানিয়েছে ব্লুমবার্গ। স্যামসাং একা নয়। অ্যাপলও Safari ব্রাউজারে বিকল্প সার্চ ইঞ্জিন হিসেবে Perplexity যুক্ত করার কথা ভেবেছে বলে আগেই জানিয়েছিল ব্লুমবার্গ। অন্যদিকে, চলতি বছরের এপ্রিলে Motorola তাদের এআই ফিচার চালাতে Perplexity-এর সঙ্গে পার্টনারশিপের ঘোষণা দিয়েছে।