Close Menu
Bangladesh Finance TribuneBangladesh Finance Tribune
    সর্বশেষ

    iOS 26-এর Adaptive Power ফিচার iPhone 17 Air-কে ব্যাটারি সমস্যার হাত থেকে বাঁচাতে পারে

    15/06/2025

    WWDC 2025 এবং এই সপ্তাহের টেক দুনিয়ার আলোচিত খবর

    15/06/2025

    অ্যাপ স্টোরে নতুন AI-চালিত ট্যাগ চালু হয়েছে বিটা সংস্করণে

    15/06/2025
    Facebook X (Twitter) Instagram
    Friday, June 20
    Facebook LinkedIn YouTube
    Bangladesh Finance TribuneBangladesh Finance Tribune
    • বাংলাদেশের অর্থনীতি
    • আন্তর্জাতিক বাণিজ্য
    • জাতীয়
    • শেয়ারবাজার
    • ব্যাংকিং
    • বীমা
    • প্রযুক্তি
    • সাক্ষাৎকার
    • উদ্যোক্তা
    • কর্মসংস্থান
    • বিনিয়োগ
    • লাইফস্টাইল
    • অন্যান্য
    Bangladesh Finance TribuneBangladesh Finance Tribune
    Home » শাখা খোলার পরিবর্তে যন্ত্রে সেবা দেওয়ার দিকে ঝুঁকছে ব্যাংকগুলো
    ব্যাংকিং

    শাখা খোলার পরিবর্তে যন্ত্রে সেবা দেওয়ার দিকে ঝুঁকছে ব্যাংকগুলো

    নিউজডেক্সBy নিউজডেক্স26/02/2024Updated:26/02/2024No Comments5 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    বাংলাদেশে কার্যরত বিদেশি ব্যাংকগুলো অনেক আগেই নতুন শাখা খোলা প্রায় বন্ধ করে দিয়েছে। এখন স্থানীয় ব্যাংকগুলোও একই পথে হাঁটছে। এর কারণ হলো, ব্যাংকগুলো সেবা দেওয়ার জন্য শাখার পরিবর্তে এখন ডিজিটাল মাধ্যমকে বেছে নিচ্ছে। ফলে ব্যাংক সেবার অবকাঠামো বদলে যাচ্ছে।

    অনেক ভালো ব্যাংকও ২০২৩ সালে নতুন কোনো শাখা খোলেনি। তবে সেবা ও গ্রাহক বাড়াতে তারা অ্যাপসনির্ভর সেবা ও নতুন ডিজিটাল অবকাঠামো চালু করে চলেছে। যেমন এসব ব্যাংক নগদ টাকা জমা ও উত্তোলনের জন্য এটিএমের পরিবর্তে নতুন ক্যাশ রিসাইক্লিং মেশিন (সিআরএম) বসিয়েছে। এটাকেই বর্তমানে সঠিক পথ বলে মনে করছেন ব্যাংক খাতসংশ্লিষ্ট ব্যক্তিরা।

    বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৩ সালে ব্যাংকগুলোর শাখা বেড়েছে ১৪৩টি। এর আগে ২০২২ সালে ২০০টি ও ২০২১ সালে ২৬৮টি নতুন শাখা খোলা হয়েছিল। এর আগে ২০২০ সালে করোনার প্রকোপের কারণে শাখা খোলা হয়েছিল ১০৩টি। ফলে ব্যাংকগুলোতে নতুন জনবল নিয়োগ কমে গেছে। গত বছর যেসব ব্যাংক শাখা খুলেছে, তার বেশির ভাগই চতুর্থ প্রজন্মের, অর্থাৎ নতুন ব্যাংক। পাশাপাশি তারল্য সংকটে পড়া কিছু ব্যাংক অবশ্য শাখা-উপশাখা বাড়িয়ে আমানত টানার চেষ্টা করছে।

    ব্যাংকাররা বলছেন, গ্রাহকের কাছে পৌঁছানোর জন্য এখন শাখা খোলার প্রয়োজনীয়তা কমে গেছে। গ্রাহকেরা ঘরে বসেই অ্যাপসের মাধ্যমে সেবা নিতে পারছেন। নগদ টাকার প্রয়োজন হলে কার্ডের মাধ্যমে যেকোনো ব্যাংকের বুথ থেকে টাকা তুলতে পারছেন। শাখার পেছনে যে খরচ হয়, এসব মাধ্যমে সেবা দিলে ব্যাংকগুলোর খরচও বেশ কম হয়। সব মিলিয়ে সামনের দিনে শাখা খোলা আরও কমবে। তখন নিজেদের উপস্থিতি জানান দিতে বিভিন্ন এলাকায় উপশাখা, সিআরএম যন্ত্র স্থাপনে জোর দেবে ব্যাংকগুলো।

    ব্যাংকগুলো এখন শাখার পাশাপাশি উপশাখা, এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে হিসাব খোলা, নগদ টাকা জমা ও উত্তোলন, ঋণসহ অন্যান্য সেবা দিচ্ছে। সেই সঙ্গে কার্ডের মাধ্যমে নগদ টাকা জমা ও উত্তোলন করা যাচ্ছে এটিএম ও সিআরএম যন্ত্রে। এ ছাড়া অনলাইন ব্যাংকিং ও অ্যাপসের মাধ্যমেও অনেক গ্রাহক এখন ব্যাংকিং লেনদেন করছেন।

    কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, দেশে ২০১৯ সালে দেশি-বিদেশি ব্যাংক মিলিয়ে মোট শাখা ছিল ১০ হাজার ৫৬৮টি, যা ২০২০ সালে বেড়ে হয় ১০ হাজার ৬৭১টি। তা বেড়ে ২০২১ সালে ১০ হাজার ৯৩৯টি ও ২০২২ সালে ১১ হাজার ১৩৯ টিতে ওঠে। আর ২০২৩ সালে ব্যাংকের শাখা বেড়ে দাঁড়িয়েছে ১১ হাজার ২৮৪টি।

    দেখা গেছে, ২০২৩ সালে প্রাইম ব্যাংক, দি সিটি ব্যাংক, ইস্টার্ণ ব্যাংক লিমিটেড (ইবিএল), ব্র্যাক ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকসহ (এমটিবি) কিছু ব্যাংক নতুন কোনো শাখা খোলেনি। তবে উপশাখা ও সিআরএম যন্ত্র স্থাপন বাড়িয়েছে। ২০২২ সালে প্রাইম ব্যাংকের শাখা ছিল ১৪৬টি, যা এখনো একই রয়ে গেছে। সিটি ব্যাংকের শাখাও বাড়েনি, যা এখন ১৩৩টি। ২০২২ সাল থেকে এমটিবির শাখা ১১৯ টি ও ব্র্যাক ব্যাংকের ১৮৭ টিতেই আছে।

    ২০২৩ সালে ইসলামী ব্যাংকও কোনো শাখা বাড়ায়নি। ব্যাংকটির শাখা এখন ৩৯৪টি। তবে গত বছরে উপশাখার সংখ্যা ২২৮ থেকে বাড়িয়ে ২৪৯টিতে উন্নীত করেছে ব্যাংকটি। পাশাপাশি এজেন্ট ব্যাংকিং সেবার এজেন্টের সংখ্যা ২ হাজার ৬৯৪ থেকে বাড়িয়ে ২ হাজার ৭৭১ করেছে।

    ব্যবসার মডেল ভিন্ন হওয়ায় ডাচ্-বাংলা ব্যাংক গত বছর ৫টি শাখা খুলেছে। ব্যাংকটির শাখা বেড়ে হয়েছে ২৪৩টি। পাশাপাশি এজেন্ট ব্যাংকিং সেবা ও এটিএম/সিআরএম যন্ত্রে নেতৃত্ব দিচ্ছে এই ব্যাংক। পূবালী ব্যাংক গত বছর শাখা খুলেছে ৬টি, তাতে তাদের শাখা বেড়ে হয়েছে ৫০৪টি। এ ছাড়া গত বছরে রাষ্ট্রমালিকানাধীন সোনালী ব্যাংক ৩টি, অগ্রণী ব্যাংক ৬টি ও জনতা ব্যাংক ৬টি শাখা খুলেছে। নতুন ব্যাংকগুলো অবশ্য শাখা খুলে যাচ্ছে।

    নতুন প্রজন্মের দুটি বেসরকারি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রথম আলোকে বলেন, সব বিভাগীয় ও বড় জেলা শহরে ব্যাংকের শাখা না থাকলে চলে না। মানুষ ব্যাংকটি সম্পর্কে জানতে পারে না। এ জন্য এখনো শাখা খোলার বিকল্প দেখছেন না তাঁরা। এই মত অবশ্য পুরোনো ব্যাংকগুলোর ক্ষেত্রে প্রযোজ্য নয়।

    মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের (এমটিবি) এমডি সৈয়দ মাহবুবুর রহমান প্রথম আলোকে বলেন, ‘পুরোনো ব্যাংকগুলো শাখা খোলার ব্যাপারে তেমন আগ্রহী না। তবে সব ব্যাংকই নতুন গ্রাহক ও ব্যবসা বাড়াতে আগ্রহী। এ জন্য উপশাখা ও এজেন্ট ব্যাংকিং মাধ্যম কাজে লাগছে। আমাদের মতো ব্যাংকগুলো আর্থিক প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোকে সঙ্গে নিয়ে ব্যবসা বাড়ানোর চেষ্টা করছে। এতে আগের ১০ জনের পরিবর্তে ৩ জন দক্ষ জনবল দিয়ে সেবা দেওয়া সম্ভব হচ্ছে। সেবার মানেও কোনো আপস করা হচ্ছে না।’

    ব্যাংকগুলোর শাখা খোলায় ধীরগতি দেখালেওএর ঠিক সম্পূর্ণ উল্টো চিত্র দেখা গেছে ডিজিটাল অবকাঠামো বাড়ানোর ক্ষেত্রে। প্রতিটি ব্যাংক ২০২৩ সালে ডিজিটাল পণ্য চালু করেছে। কোনো কোনো ব্যাংক অ্যাপসের মাধ্যমে ঘরে বসে হিসাব খোলা, আমানত জমা, ঋণ প্রস্তাব জমা দেওয়ার সেবা চালু করেছে। ঋণপত্র (এলসি) খোলার প্রক্রিয়াও শুরু করেছে কিছু ব্যাংক। এটিএমের পাশাপাশি সিআরএম যন্ত্রে ঝুঁকছে ব্যাংকগুলো। কারণ, এতে এক যন্ত্রেই টাকা জমা ও উত্তোলন সুবিধা মিলছে। ইতিমধ্যে পূবালী, ঢাকা, সিটি, ইসলামী ব্যাংকসহ কয়েকটি ব্যাংক এটিএম বুথকে সিআরএম বুথে পরিণত করার প্রক্রিয়া শুরু করেছে। এ জন্য সব ব্যাংক ধীরে ধীরে বন্ধ করে দিচ্ছে ক্যাশ ডিপোজিট যন্ত্র (সিডিএম)।

    ২০২২ সালে দেশে এটিএম ছিল ১৩ হাজার ৩৬৭টি, যা ২০২৩ সালের শেষে বেড়ে হয়েছে ১৩ হাজার ৪৩৬। একই সময়ে সিআরএম যন্ত্র ২ হাজার ৪৮৯ থেকে বেড়ে হয়েছে ৪ হাজার ৩৫টি। সিডিএম যন্ত্র ২০২২ সালে ছিল ১ হাজার ৯৪টি, যা গত বছরের শেষে দাঁড়িয়েছে ২৬৩। গ্রাহকেরা এক ব্যাংকের কার্ড দিয়ে অন্য ব্যাংকের যন্ত্রে টাকা জমা করা ও উত্তোলনের সেবা নিতে পারছেন।

    এ নিয়ে সৈয়দ মাহবুবুর রহমান বলেন, ‘এখন সিআরএম যন্ত্রে সব ব্যাংক ভালো সম্ভাবনা দেখছে। কারণ, এক যন্ত্রে জমা ও উত্তোলন সুবিধা মিলছে। এভাবে ব্যাংকের শাখার ওপর চাপ কমে আসবে। সামনের দিনে ব্যাংকের সেবার জন্য ব্যাংকারদের ওপর নির্ভরশীলতা আরও কমবে। আর যন্ত্রেই মিলবে আরও অনেক সেবা।’

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    নিউজডেক্স
    • Website

    Related Posts

    ব্যাংকে এক বছরের কম মেয়াদি আমানতেই এখন সুদ বেশি

    27/11/2024

    ২৮ দিনে দেশে প্রবাসী আয় এসেছে ২১১ কোটি ডলার

    30/09/2024

    সাবেক ৯ এমপি-মন্ত্রীর ব্যাংক হিসাবের তথ্য চেয়েছে বিএফআইইউ

    28/09/2024

    ঋণসুবিধার জন্য চার উপদেষ্টা ও গভর্নরকে চিঠি দিয়েছে বেক্সিমকো

    24/09/2024
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    সর্বশেষ

    iOS 26-এর Adaptive Power ফিচার iPhone 17 Air-কে ব্যাটারি সমস্যার হাত থেকে বাঁচাতে পারে

    15/06/2025

    WWDC 2025 এবং এই সপ্তাহের টেক দুনিয়ার আলোচিত খবর

    15/06/2025

    অ্যাপ স্টোরে নতুন AI-চালিত ট্যাগ চালু হয়েছে বিটা সংস্করণে

    15/06/2025

    আমাজনের পারমাণবিক বিদ্যুৎ চুক্তি: AWS সার্ভারের জন্য ১.৯২ গিগাওয়াট বিদ্যুৎ

    14/06/2025

    অ্যাপলের “লিকুইড গ্লাস” ডিজাইন নিয়ে আসছে নতুন যুগের স্মার্ট চশমা

    14/06/2025

    গুগল সার্চে অডিও ওভারভিউস পরীক্ষা চালাচ্ছে

    14/06/2025

    বাংলাদেশ ফাইন্যান্স ট্রিবিউন

    ভারপ্রাপ্ত সম্পাদক: ড.মুহাম্মদ শাহ আলম চৌধুরী

    যোগাযোগ :
    +880 1819-351111
    +880 1716-559369

    ই-মেইলঃ- hello.bangladeshfinancetribune@gmail.com

    ঠিকানা : বাড়ী – ২২, রোড – ৩, ব্লক – এ , ফ্ল্যাট – ৪/বি , মিরপুর ১১, ঢাকা , বাংলাদেশ

    সর্বশেষ

    প্রযুক্তি

    iOS 26-এর Adaptive Power ফিচার iPhone 17 Air-কে ব্যাটারি সমস্যার হাত থেকে বাঁচাতে পারে

    By নিউজডেক্স15/06/2025
    প্রযুক্তি

    WWDC 2025 এবং এই সপ্তাহের টেক দুনিয়ার আলোচিত খবর

    By নিউজডেক্স15/06/2025
    প্রযুক্তি

    অ্যাপ স্টোরে নতুন AI-চালিত ট্যাগ চালু হয়েছে বিটা সংস্করণে

    By নিউজডেক্স15/06/2025
    Facebook Linkedin Youtube

    আমাদের সম্পর্কে

    © 2024 Copyright Bangladesh Finance Tribune All Rights Reserved. ❤ Loved by Nexkraft. Developed by Talk Story