দেশের পুঁজিবাজারে গত সপ্তাহে সূচক ও লেনদেনে ঊর্ধ্বমুখিতা দেখা গেছে। আলোচ্য সপ্তাহে প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক সূচক বেড়েছে ১ দশমিক ৮ শতাংশ। পাশাপাশি এক্সচেঞ্জটির দৈনিক গড় লেনদেন বেড়েছে ২৬ দশমিক ৯ শতাংশ। ডিএসইর সাপ্তাহিক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
পুঁজিবাজার পরিস্থিতি পর্যালোচনায় দেখা যায়, গত সপ্তাহের ডিএসইএক্স সূচক আগের সপ্তাহের তুলনায় ১০৫ পয়েন্ট বা ১ দশমিক ৮৩ শতাংশ বেড়ে ৫ হাজার ৮০৪ পয়েন্ট দাঁড়িয়েছে। আগের সপ্তাহ শেষে যা ছিল ৫ হাজার ৭০০ পয়েন্টে। এছাড়া গত সপ্তাহে নির্বাচিত কোম্পানির সূচক ডিএস-৩০ সপ্তাহের ব্যবধানে প্রায় ৩৪ পয়েন্ট বেড়ে ২ হাজার ১২৫ পয়েন্টে দাঁড়িয়েছে। আগের সপ্তাহ শেষে যা ছিল ২ হাজার ৯১ পয়েন্ট। শরিয়াহ সূচক ডিএসইএস গত সপ্তাহে প্রায় ২২ পয়েন্ট বেড়ে ১ হাজার ২৪১ পয়েন্টে দাঁড়িয়েছে। আগের সপ্তাহে যা ছিল ১ হাজার ২১৯ পয়েন্ট।
ডিএসইতে গত সপ্তাহে লেনদেন হওয়া মোট ৪১৩টি কোম্পানি, মিউচুয়াল ফান্ড ও করপোরেট বন্ডের মধ্যে দর বেড়েছে ২৯৩টির, কমেছে ১৮টির আর অপরিবর্তিত ছিল ১৮টির দর। এছাড়া লেনদেন হয়নি ১৬টির। গত সপ্তাহে সূচকের উত্থানে সবচেয়ে বেশি অবদান রেখেছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, স্কয়ার ফার্মাসিউটিক্যালস, খান ব্রাদার্স পিপি ওভেন অ্যান্ড ব্যাগ ইন্ডাস্ট্রিজ ও ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশের শেয়রের।
ডিএসইতে গত সপ্তাহে মোট ৩ হাজার ১৭০ কোটি টাকার লেনদেন হয়েছে। আগের সপ্তাহে যা ছিল ৩ হাজার ১২২ কোটি টাকা।
খাতভিত্তিক লেনদেনচিত্রে দেখা যায়, গত সপ্তাহে ডিএসইর মোট লেনদেনের ২৪ দশমিক ৫ শতাংশ দখলে নিয়ে শীর্ষে অবস্থান করছে ব্যাংক খাত। দ্বিতীয় সর্বোচ্চ ১৫ দশমিক ৭ শতাংশ দখলে নিয়েছে ওষুধ ও রসায়ন খাত। ১২ দশমিক ৭ শতাংশ লেনদেনের ভিত্তিতে তৃতীয় অবস্থানে রয়েছে খাদ্য ও আনুষঙ্গিক খাত। এছাড়া ৮ দশমিক ৫ শতাংশ লেনদেনের ভিত্তিতে চতুর্থ অবস্থানে ছিল টেলিযোগাযোগ খাত। আর বস্ত্র খাতের দখলে ছিল ৬ দশমিক ৬ শতাংশ।
গত সপ্তাহে ডিএসইতে ইতিবাচক রিটার্নে শীর্ষে ছিল জীবন বীমা, প্রকৌশল ও সাধারণ বীমা খাত। এ তিন খাতে ইতিবাচক রিটার্ন এসেছে যথাক্রমে ১০ দশমিক ৩, ৯ দশমিক ২ ও ৫ দশমিক ৯ শতাংশ। অন্যদিকে নেতিবাচক রিটার্ন এসেছে কাগজ, ব্যাংক ও ভ্রমণ খাতে। এসব খাতে নেতিবাচক রিটার্ন এসেছে যথাক্রমে ৪ দশমিক ১, দশমিক ৬ ও দশমিক ৩ শতাংশ।
দেশের আরেক পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গত সপ্তাহে সার্বিক সূচক সিএএসপিআই দশমিক ৮৭ শতাংশ বেড়ে ১৬ হাজার ৫২০ পয়েন্ট দাঁড়িয়েছে, আগের সপ্তাহে যা ছিল ১৬ হাজার ৩৭৮ পয়েন্টে। সিএসসিএক্স সূচকটি গত সপ্তাহ শেষে দশমিক ৯১ শতাংশ বেড়ে ৯ হাজার ৯৫৫ পয়েন্টে অবস্থান করছে, আগের সপ্তাহ শেষে যা ছিল ৯ হাজার ৮৬৫ পয়েন্ট।
সিএসইতে গত সপ্তাহে ২৭৪ কোটি টাকার লেনদেন হয়েছে। আগের সপ্তাহে হয়েছিল ৫২ কোটি টাকা। গত সপ্তাহে সিএসইতে লেনদেন হওয়া ৩১০টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৫৮টির, কমেছে ১৩৩টির আর অপরিবর্তিত ছিল ১৯টির বাজারদর।