
Ransomware গ্যাং Everest যেই ওয়েবসাইটে তাদের চুরি করা তথ্য ফাঁস করে চাপ দিয়ে মুক্তিপণ আদায় করত, সেই সাইটটি এই সপ্তাহান্তে হ্যাক এবং বিকৃত (ডিফেসড) করা হয়েছে বলে জানিয়েছে TechCrunch।হ্যাকাররা ওয়েবসাইটটি বদলে সেখানে একটি ছোট্ট বার্তা লিখে রেখে গেছে:“অপরাধ কোরোনা, অপরাধ খারাপ xoxo from Prague.”এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত ওয়েবসাইটটি এখনও ডিফেসড অবস্থায় ছিল। তবে এখনো নিশ্চিতভাবে জানা যায়নি, এই হ্যাকের ফলে Everest গ্যাং নিজেরাও কোনোভাবে তথ্য ফাঁসের শিকার হয়েছে কি না।

Everest হলো একটি সক্রিয় রাশিয়া-সম্পৃক্ত র্যানসমওয়্যার গ্যাং, যারা ২০২০ সাল থেকে বহু সাইবার আক্রমণ চালিয়েছে। তারা যুক্তরাষ্ট্রের ক্যানাবিস কোম্পানি Stiiizy-এর ৪ লক্ষ ২০ হাজারের বেশি গ্রাহকের তথ্য চুরি করেছে বলে দাবি করেছে। এমনকি মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা NASA এবং ব্রাজিল সরকারের তথ্য চুরির সঙ্গেও এদের জড়িত থাকার অভিযোগ রয়েছে।র্যানসমওয়্যার (বা মুক্তিপণের জন্য তথ্য চুরি) ধরনের হামলা বিশ্বজুড়ে বাড়ছে। তবে ২০২৪ সালে অনেক প্রতিষ্ঠান মুক্তিপণ দিতে অস্বীকার করায়, হ্যাকারদের মোট আয় কিছুটা কমেছে।আইন প্রয়োগকারী সংস্থাগুলো সম্প্রতি কিছু বড় র্যানসমওয়্যার গ্যাং যেমন LockBit এবং Radar-কে ধরতে সফল হয়েছে। পাশাপাশি কিছু গ্যাং নিজেদের ভেতর থেকেই হ্যাক বা তথ্য ফাঁসের শিকার হয়েছে।Everest-এর সাইটে হওয়া এই হ্যাকও সেই ধারারই একটি নতুন উদাহরণ। অপরাধীদের বিরুদ্ধে পাল্টা আঘাতের এই ঘটনাগুলো এখন আরও নিয়মিত হয়ে উঠছে।