দেশের ব্যবসা পরিবেশ উন্নয়নের পাশাপাশি বিনিয়োগ বাড়াতে সরকার নানা পদক্ষেপ নিচ্ছে। এর পরও নেতিবাচক প্রবণতা দেখা যাচ্ছে অর্থনীতিতে। চলতি অর্থবছরের জুলাই থেকে সেপ্টেম্বর—তিন মাসে গত বছরের একই সময়ের তুলনায় বিনিয়োগ ৩৩ শতাংশ পর্যন্ত কমেছে। গত তিন মাসে দেশি-বিদেশি বিনিয়োগ প্রস্তাব এসেছে ২০ হাজার ৯৬২ কোটি ৬৪ লাখ ২৫ হাজার টাকা।
বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে। বিডায় নিবন্ধিত শিল্পের ত্রৈমাসিক প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছর জুলাই থেকে সেপ্টেম্বর—এই তিন মাসে ২২৭টি শিল্পপ্রতিষ্ঠান নিবন্ধিত হয়েছে। এর মধ্যে ২০৩টি শিল্প ইউনিট স্থানীয় এবং ১২টি শতভাগ বিদেশি। যৌথ বিনিয়োগ রয়েছে ১২টির।
প্রস্তাবিত বিনিয়োগের মধ্যে ১০ হাজার ৮৬৯ কোটি ১৯ লাখ ৯২ হাজার টাকা স্থানীয়। বিদেশি বিনিয়োগ প্রস্তাব ১০ হাজার ৯৩ কোটি ৪৪ লাখ ৩৩ হাজার টাকার। ২০২২ সালের জুলাই থেকে সেপ্টেম্বরে দেশি-বিদেশি বিনিয়োগের পরিমাণ ছিল ৩১ হাজার ৬১০ কোটি ৩৩ লাখ ৯২ হাজার টাকার। এ হিসাবে চলতি বছরের জুলাই থেকে সেপ্টেম্বর—এই তিন মাসে বিনিয়োগ প্রস্তাব কমেছে ৩৩ শতাংশ।
প্রতিবেদনে আরো বলা হয়, গত তিন মাসে বৈদেশিক বিনিয়োগে সেবা খাতে সর্বাধিক বিনিয়োগ প্রস্তাব পাওয়া গেছে।