চলতি অর্থবছরের জানুয়ারি পর্যন্ত কর রাজস্ব আদায়ে ঘাটতি দাঁড়িয়েছে ১৭ হাজার ৭৫১ কোটি টাকা, যদিও একই সময়ে তা প্রায় ১৫ শতাংশ বেড়েছে।
রাজস্ব বোর্ডের সাময়িক তথ্য অনুযায়ী, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সামগ্রিক লক্ষ্যমাত্রা ৪ লাখ ৩০ হাজার কোটি টাকা থেকে কমিয়ে ৪ লাখ ১০ হাজার কোটি টাকায় নামিয়ে আনা হওয়ায় কর আদায় পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে।
চলতি অর্থবছরের ডিসেম্বর (এইচ-১) পর্যন্ত রাজস্ব আদায়ে ঘাটতি হয়েছে ২৩ হাজার ২২৭ কোটি টাকা।
তথ্যে দেখা যায়, জুলাই-জানুয়ারি সময়ে এনবিআর ২ লাখ ১৫ হাজার কোটি টাকার লক্ষ্যমাত্রার বিপরীতে কর আদায় করেছে ১ লাখ ৯৭ হাজার কোটি টাকা।
গত অর্থবছরের একই সময়ে দুই অঙ্কের প্রবৃদ্ধি অর্জন করলেও বোর্ডের তিনটি উইং আয়কর, কাস্টমস ও ভ্যাট লক্ষ্যমাত্রা থেকে পিছিয়ে পড়েছে।
গত বছর এনবিআরের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ৩ লাখ ৭০ হাজার কোটি টাকা। চলতি অর্থবছরে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা বেড়েছে ১৬ দশমিক ২২ শতাংশ।
গত পাঁচ বছরে কর রাজস্ব আদায়ের গড় প্রবৃদ্ধি ছিল ১০ দশমিক ৬৪ শতাংশ।