
গুগল তাদের প্রিমিয়াম AI সাবস্ক্রিপশন পরিষেবা Gemini Advanced-এ আনছে নতুন Veo 2 ভিডিও-জেনারেটিং AI মডেল। এই পদক্ষেপের মাধ্যমে গুগল চেষ্টা করছে OpenAI-এর Sora ভিডিও জেনারেশন প্ল্যাটফর্মের প্রতিদ্বন্দ্বী হতে।
সম্প্রতি AI-ভিত্তিক ভিডিও তৈরির প্রতিযোগিতা আরও তীব্র হয়েছে। মাত্র দুই সপ্তাহ আগে, ভিডিও জেনারেটরের চতুর্থ প্রজন্ম উন্মোচন করেছে জনপ্রিয় সিনথেটিক মিডিয়া কোম্পানি Runway, এবং তারা ৩০০ মিলিয়ন ডলার নতুন অর্থায়নও পেয়েছে।
Veo 2 এখন থেকে Gemini Advanced ব্যবহারকারীরা ব্যবহার করতে পারবেন। গুগলের Gemini অ্যাপে মডেল সিলেক্ট করার ড্রপ-ডাউন মেনুতে এটি পাওয়া যাবে। এই মডেল দিয়ে ব্যবহারকারীরা ৮ সেকেন্ডের ভিডিও ক্লিপ তৈরি করতে পারবেন, যেগুলো হবে ৭২০p রেজোলিউশন ও ১৬:৯ অ্যাসপেক্ট রেশিওতে। তৈরি করা ভিডিও TikTok, YouTube-এর মতো সোশ্যাল মিডিয়াতে “Share” বাটনের মাধ্যমে আপলোড করা যাবে, আবার MP4 ফাইল হিসেবে ডাউনলোডও করা যাবে। সব ভিডিওতে থাকবে গুগলের SynthID ওয়াটারমার্ক, যা AI-তৈরি কনটেন্ট শনাক্ত করতে সহায়তা করে।
তবে ব্যবহারকারীরা মাসে কতগুলো ভিডিও তৈরি করতে পারবেন, তার একটি সীমা আছে। পাশাপাশি, Google Workspace-এর বিজনেস ও এডুকেশন প্ল্যানগুলোতে এটি এখনো সমর্থিত নয়।
এছাড়াও, গুগল তাদের Google Labs প্ল্যাটফর্মে Whisk নামক একটি এক্সপেরিমেন্টাল ফিচারের সঙ্গে Veo 2-কে একত্র করছে। Whisk-এ ব্যবহারকারীরা ছবিকে প্রম্পট হিসেবে ব্যবহার করে নতুন ছবি তৈরি করতে পারেন। এখন Whisk Animate নামক একটি নতুন ফিচার যুক্ত হয়েছে, যার মাধ্যমে তৈরি করা ছবিগুলোকে ৮ সেকেন্ডের Veo 2-জেনারেটেড ভিডিওতে রূপান্তর করা যাবে। তবে এটি ব্যবহার করতে হলে Google One AI Premium ($20/মাস) সাবস্ক্রিপশন লাগবে।
গুগলের এই প্রয়োগগুলো আপাতত কিছুটা সীমিত হলেও, Google DeepMind-এর CEO Demis Hassabis জানিয়েছেন, ভবিষ্যতে গুগল তাদের Gemini AI মডেলগুলোর সাথে Veo-কে সংযুক্ত করার পরিকল্পনা করছে, যাতে AI-এর বাস্তব জগত বোঝার ক্ষমতা আরও উন্নত হয়।
তবে এই ধরনের ভিডিও জেনারেটিং প্রযুক্তির কারণে অনেক শিল্পী ও নির্মাতারা উদ্বিগ্ন, কারণ এটি পুরো ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রিকেই বদলে দিতে পারে। ২০২৪ সালে Animation Guild (হলিউডের অ্যানিমেটর ও কার্টুনিস্টদের ইউনিয়ন) পরিচালিত একটি গবেষণায় বলা হয়েছে, ২০২৬ সালের মধ্যে AI-এর কারণে ১ লাখের বেশি মার্কিন চলচ্চিত্র, টেলিভিশন ও অ্যানিমেশনভিত্তিক চাকরি বিপর্যস্ত হতে পারে।