
AI কোম্পানি Anthropic তাদের চ্যাটবট Claude-এর জন্য নতুন একটি ফিচার চালু করেছে, যার নাম ‘ভয়েস মোড’। এখন ব্যবহারকারীরা মোবাইল অ্যাপে ক্লডের সঙ্গে সরাসরি কথা বলে কথোপকথন করতে পারবেন। এই ভয়েস মোডটি এখনো বেটা সংস্করণে রয়েছে এবং এটি ধাপে ধাপে রোলআউট হচ্ছে। প্রথমে শুধু ইংরেজিতে পাওয়া যাবে এবং আগামী কয়েক সপ্তাহের মধ্যেই সব ব্যবহারকারীর জন্য চালু হবে বলে জানিয়েছে Anthropic। ইতিমধ্যেই কয়েকজন ব্যবহারকারী এক্স (সাবেক টুইটার)-এ জানিয়েছেন যে তারা এই ফিচার ব্যবহার করতে পারছেন।
ভয়েস মোড চালিত হচ্ছে Anthropic-এর Claude Sonnet 4 মডেলের মাধ্যমে। এই ফিচারের মাধ্যমে আপনি ক্লডকে কিছু বললে, ক্লড সেটির উত্তরও ভয়েসে দেবে। এতে ব্যবহারকারীদের জন্য চ্যাটবট ব্যবহারের অভিজ্ঞতা আরও সহজ ও বাস্তবসম্মত হবে, বিশেষ করে যখন হাত ব্যস্ত কিন্তু আপনি কথা বলতে পারছেন। Anthropic-এর মতে, ভয়েস মোড চালু করলে ক্লড কথা বলার সময় স্ক্রিনে মূল পয়েন্টগুলো দেখাবে, এবং আপনি চাইলে ভয়েস থেকে টেক্সটে বা টেক্সট থেকে ভয়েসে যেকোনো সময়ে পরিবর্তন করতে পারবেন। কথোপকথনের পর একটি সারাংশ এবং পুরো ট্রান্সক্রিপ্টও দেখাবে। ব্যবহারকারীরা চাইলে ডকুমেন্ট, ছবি এবং নানা তথ্য নিয়ে ক্লডের সঙ্গে ভয়েসে আলোচনা করতে পারবেন। ক্লডে রয়েছে পাঁচটি ভিন্ন ভয়েস অপশন, যেখান থেকে নিজের পছন্দমতো কণ্ঠস্বর বেছে নেওয়া যাবে। তবে এই ফিচারের কিছু সীমাবদ্ধতাও রয়েছে। ভয়েসে যতগুলো কথোপকথন হবে, তা মূল ব্যবহার সীমার মধ্যেই পড়বে। Anthropic জানিয়েছে, ফ্রি ব্যবহারকারীরা সাধারণত দিনে ২০–৩০টি ভয়েস চ্যাট করতে পারবেন। আর যাঁরা পেইড সাবস্ক্রাইবার, শুধু তারাই গুগল ওয়ার্কস্পেসের সঙ্গে ভয়েস মোড সংযুক্ত করতে পারবেন, যার মাধ্যমে Google Calendar এবং Gmail থেকে তথ্য পাওয়া যাবে। Google Docs ব্যবহারের সুবিধা শুধু Claude Enterprise গ্রাহকদের জন্য। Anthropic-এর প্রধান পণ্য কর্মকর্তা মাইক ক্রিগার মার্চ মাসে Financial Times-কে দেওয়া এক সাক্ষাৎকারে জানান, তারা ভয়েস ফিচার নিয়ে কাজ করছেন। সেই সময় Anthropic আলোচনা করছিল অ্যামাজনের সঙ্গে (যা তাদের বড় বিনিয়োগকারী ও পার্টনার) এবং ভয়েস প্রযুক্তিনির্ভর কোম্পানি ElevenLabs-এর সঙ্গে। তবে এসব পার্টনারশিপ শেষ পর্যন্ত বাস্তবায়িত হয়েছে কি না, তা এখনো জানা যায়নি। আপনি চাইলে এর ব্যবহারের ভিডিও, ভয়েস অপশনগুলোর তালিকা, বা সুবিধা ও সীমাবদ্ধতা বিশ্লেষণ পেতে পারেন।