বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) নির্বাচন ২০২৪-২৬ উপলক্ষে সম্মিলিত পরিষদ ইশতেহার ঘোষণা করেছে। ইশতেহারে এসএমই শিল্পের টেকসই উন্নয়ন, ব্যবসা সহজ করা, রাজস্ব জটিলতা নিরসনসহ বেশ কিছু বিষয়কে অগ্রাধিকার দিয়েছে তারা।
রোববার (২৫ ফেব্রুয়ারি) রাজধানীর একটি হোটেলে এ পরিষদ তাদের ইশতেহার ঘোষণা করে। বিজিএমইএ নির্বাচনে সম্মিলিত পরিষদ এবং ফোরাম এ দুটি দল অংশগ্রহণ করছে।
সম্মিলিত পরিষদের পক্ষে ইশতেহার ঘোষণা করেন সম্মিলিত পরিষদের চিফ ইলেকশন কোর্ডিনেটর ও বিজিএমইএর সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান। সম্মিলিত পরিষদের প্যানেল লিডার এস এম মান্নান (কচি) ও প্যানেল সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন।
১. এসএমই শিল্পের টেকসই উন্নয়ন : আমাদের শিল্পের মূল চালিকাশক্তি হলো ক্ষুদ্র ও মাঝারি কারখানাগুলো। এসব কারখানাগুলোর প্রয়োজনীয় সহযোগিতা, বিশেষ করে ক্ষুদ্র ও মাঝারি কারখানাবান্ধব শিল্পনীতির জন্য প্রস্তাবনা উল্লেখ করা হয়েছে।
২. ব্যবসা সহজীকরণ : এইচএস কোডসংক্রান্ত বিরাজমান সমস্যাগুলোর সমাধানের জন্য প্রস্তাবনা ও রপ্তানিমুখী পোশাকশিল্পে অগ্রাধিকার ভিত্তিতে গ্যাস সংযোগের বিষয়ে উদ্যোগ নেবে সম্মিলিত পরিষদ।
৩. রাজস্বসংক্রান্ত জটিলতা নিরসন : রাজস্ব বোর্ডসংক্রান্ত জটিলতা নিরসনের জন্য বেশ কিছু প্রস্তাবনা এসেছে ইশতেহারে।
৪. শুল্ক/আয়কর/ভ্যাট/নগদ সহায়তা সংক্রান্ত জটিলতা নিরসন : পোশাকশিল্পের উন্নয়নে নীতি সহায়তা, যেমন- ননকটন পোশাক রপ্তানি উৎসায়িত করতে বিশেষ প্রণোদনা, সোলার সিস্টেম স্থাপনের জন্য প্রয়োজনীয় সরঞ্জামাদির শুল্কমুক্ত আমদানিসহ বেশ কিছু প্রস্তাবনা রয়েছে।
৫. ব্যাংক ও আর্থিক সেবা সংক্রান্ত উদ্যোগ : রপ্তানিমুখী পোশাকশিল্পের জন্য ব্যাংকঋণের সুদের হার সিঙ্গেল ডিজিটে নিয়ে আসা, ডলারের বিশেষ রেট ধার্যকরণ ইত্যাদি প্রস্তাবনা এ অধ্যায়ে দেওয়া হয়েছে।
৬. টেকসই শিল্পায়ন, সমৃদ্ধ অর্থনীতি : ইনোভেশন, ডিজাইন ডেভেলপমেন্ট ইত্যাদি বিষয়ে আমাদের কর্ম পরিকল্পনা এখানে উল্লেখ করা হয়েছে।
৭. পণ্য ও বাজার বহুমুখীকরণ : পণ্য বহুমুখীকরণ ও বাজার সম্প্রসারণে আমাদের কর্মপরিকল্পনা এখানে আমরা দিয়েছি। এখানে এলডিসি গ্রাজুয়েশন উত্তর রপ্তানি সুবিধা অব্যাহত রাখতে অ্যাপারেল ডিপ্লোম্যাসি সহ কার্যকরী উদ্যোগের উল্লেখ করা হয়েছে।
৮. অংশীদারমূলক বিজিএমইএ গঠন : বিজিএমইএ সদস্যদের অংশগ্রহণ বাড়িয়ে একটি অংশগ্রহণমূলক ও জবাবদিহিমূলক বিজিএমইএ সৃষ্টির লক্ষ্যে আমাদের পরিকল্পনা এখানে উল্লেখ করা হয়েছে।
৯. সবুজ বিপ্লবের সমৃদ্ধি : কার্বন নিঃসরণ হ্রাসকরণসহ আমাদের পোশাকশিল্পে যে সবুজ বিপ্লব ঘটেছে তাকে পরবর্তী ধাপে নিয়ে যাওয়ার জন্য প্রস্তাবনা দেওয়া হয়েছে।
১০. পোশাক শিল্পের ভাবমূর্তি উন্নয়ন : পোশাকশিল্পের আন্তর্জাতিক ভাবমূর্তি উন্নয়নে কর্মপরিকল্পনার কথা বলা হয়েছে।
১১. মধ্যম শ্রেণির ব্যবস্থাপকদের কর্মদক্ষতা উন্নয়ন : চতুর্থ শিল্প বিহুবের ধারণাকে সামনে রেখে কারখানায়গুলোর মধ্যম শ্রেণি ব্যবস্থাপকদের দক্ষতা উন্নয়নে পরিকল্পনা এখানে উল্লেখ করা হয়েছে।
১২. ব্যাকওয়ার্ড লিংকেজ শিল্পের জন্য প্রণোদনা ও নীতি সহায়তা : স্বল্পোন্নত দেশ হতে উন্নত দেশে পরিণত হওয়ার কারণে ভবিষ্যতে ব্যাকওয়ার্ড লিংকেজ শিল্পে বিনিয়োগ ব্যবসায় টিকে থাকার জন্য জরুরী। তাই ব্যাকওয়ার্ড লিংকেজ শিল্পের জন্য প্রণোদনা ও নীতি সহায়তায় কাজ করবে।
১৩. সার্কুলার ইকোনমি : সার্কুলারিটি তথা রিসাইক্লিং প্রমোশনের নিমিত্তে কর্মপরিকল্পনা নিয়ে কাজ করবে পরিষদ।
১৪. ইউনিফাইড কোড অব কন্ডাক্ট : ইউনিফাইড কোড অব কন্ডাক্ট বাস্তবায়নের জন্য কাজ করার কথা বলা হয়েছে।
১৫. আরএসসিসংক্রান্ত জটিলতা নিরসন : আরএসসির সচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণের জন্য উদ্যোগ নেবে সম্মিলিত পরিষদ।